Tripura Football: এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করলো ব্লাডমাউথ।

IMG 20250809 WA0002

টিএসএন ডেস্ক, ৯ আগস্ট।।
         আবারও পয়েন্ট হারালো ব্লাড মাউথ ক্লাব। এবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করল ব্লাড মাউথ। নাইন বুলেটস ক্লাবের বিরুদ্ধে। এদিন পয়েন্ট ভাগ করায় অনেকটাই পিছিয়ে পড়লো কমলা কালো দল। অপরদিকে নাইন বুলেট ক্লাব এখন শীর্ষে রয়েছে এগিয়ে চলো সংঘ এবং কল্যাণ সমিতির সঙ্গে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যামসুন্দর কুং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার ফ্লাড লাইটে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এদিন শুরু থেকেই আক্রমণে ঝড় তোলার চেষ্টা করেন ব্লাড মাউথ ক্লাবের ফুটবলাররা। ১২ মিনিটে আসে সাফল্য। দলকে এগিয়ে দেন আফদাল। শুরুতেই আর চুমকা গোল হজম করতেই রাজিব ঘোষের নাইন বুলেটসের ফুটবলাররা পাল্টা আক্রমণ শুরু করে। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে ম্যাচ। বেশ কয়েকটি পজিটিভ আক্রমণ করলেও ব্লাডের রক্ষণভাগে প্রথমার্ধে চিড় ধরাতে পারেননি নাইন বুলেটস এর ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন বুলেটসের ফুটবলাররা। মূলত দলীয় ফুটবলারদের গতিকে কাজে লাগিয়ে আক্রমণে ঝড় তোলার চেষ্টা করেন। ৭২ মিনিটে আসে সফলতা। দলের হয়ে সমতা ফেরান হামঙ্গালো জুয়ালা। এরপর দুজনের ফুটবলাররা গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও কোনও দলই বিপক্ষের জাল নাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয় ম্যাচটি। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *