টিএসএন ডেস্ক, ৪ আগস্ট।।
দুটি ম্যাচ আজ। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল ৪ টায় আসরের হট ফেভারিট নাইন বুলেটস ক্লাব খেলবে রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় টাউন ক্লাব খেলবে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। আজ ফেভারিট হিসেবেই মাঠে নামবে নাইন বুলেটস এবং টাউন ক্লাব। চার দলই রবিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। এখন পর্যন্ত লিগে ২ ম্যাচ খেলে অপ্রতিরুদ্ধ নাইন বুলেটস। শেষ ম্যাচে সদ্য শিল্ড জয়ী ফরোয়ার্ড ক্লাবকে পরাজিত করে বুলেটসের ফুটবলারদের মনোবল এখন তুঙ্গে। সাদা – লাল দলের ফুটবলাররা চাইছে আজ বুলেটসে ঝাঁঝরা করতে রামকৃষ্ণ ক্লাবকে। তা মাথায় রেখেই কোচ রাজীব ঘোষ নিজের অস্ত্রদের শেষবার শান দিয়ে নেন এদিন। অপরদিকে বুলেটসের প্রাক্তন কোচ কৌশিক রায় চাইছেন দলকে জয়ের রাস্তায় ফেরাতে। প্রথম দুই ম্যাচে পরাজিত হয়েছিলো রামকৃষ্ণ ক্লাব। ব্যর্থতা ভুলে আজ ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর দলীয় ফুটবলাররা। দ্বিতীয় ম্যাচে লড়াই হওয়ার কথা জমজমাট। শেষ ম্যাচে পরাজিত হয়েছিলো জুয়েলস্। প্রণব সরকারের ফুটবলাররা আজ জয়ে ফিরতে মরিয়া। অপরদিকে সুজিত ঘোষের টাউন ক্লাবের ফুটবলাররাও জয় পেতে মরিয়া। দুদলই চাইছে আজ শুরু থেকে আক্রমাত্মক ফুটবল খেলতে। ফুটবল প্রেমীরা ও আজ ভালো খেলা দেখা নিয়ে আশাবাদী।
Tripura Football: আজ বুলেটসের টার্গেট পয়েন্টে রামকৃষ্ণ।
