Tripura Chess: রেটেড দাবাড়ু’র তালিকায় নাম রাজ্যের কর্ণজিৎ’র।

IMG 20250804 WA0035

টিএসএন ডেস্ক, ৪ আগস্ট।।
             মাত্র ১১ বছর বয়সেই রাজ্যের উদীয়মান দাবাড়ু কর্ণজিৎ শীল রেটেড দাবাড়ু তালিকায় নাম তুলে নিলো। শহর দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ ক্লাবের বিবেকানন্দ চেস সেন্টারের প্রথম দাবাড়ু হিসেবে কর্ণজিৎ এই সাফল্য পেলো। মাত্র কয়েক মাস আগে এই দাবা সেন্টারটি চালু হয়। এতে প্রশিক্ষণ দিচ্ছেন গৌরব চক্রবর্তী। নিষ্ঠার সাথে কাজের সফলতা পেলেন গৌরব। প্রতি শণি ও রবিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত এই বিবেকানন্দ চেস সেন্টারের দাবার প্রশিক্ষণ চলে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার বিকালে স্বামী বিবেকানন্দ ক্লাবের সভাপতি রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সরযূ চক্রবর্তী উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে কর্ণজিৎ-কে সম্মান জানান। এর সাথে কোচ গৌরব চক্রবর্তীকেও উত্তরীয় পড়িয়ে তার সাফল্যের সম্মান জানান। মাত্র কয়েক মাসের মধ্যেই এই সাফল্যে দারুণ খুশী স্বামী বিবেকানন্দ ক্লাবের কর্মকর্তারা। সভাপতি সরযূ চক্রবর্তী আশা প্রকাশ করেন আগামী দিনে এই সেন্টার রাজ্যকে আরো দাবার প্রতিভা উপহার দেবে। কর্ণজিৎ-এর সাফল্যে খুশী তার কোচ গৌরবও। তিনি জানান এই সেন্টার আগামী দিনে আরো সফল দাবাড়ু রাজ্যকে উপহার দেবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *