টিএসএন ডেস্ক, ৪আগস্ট।।
প্রীতি ম্যাচে ব্যাট হাতে দুরন্ত প্রাক্তন ত্রিপুরা রঞ্জি দলের ক্রিকেটার অনিরুদ্ধ সাহা। অনিরুদ্ধ-র আগুন ঝরানো ব্যাটিংয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টি সি এ একাদশ। বেঙ্গল টাইগার্স দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে টি সি এ একাদশ জয়লাভ করলো ৭ উইকেটে। কমলপুর স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠান হিসেবে রবিবার হয় টি- ১০ ওই ম্যাচটি। এদিন সকালে নবনির্মিত কমলপুর ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। ত্রিপুরার খেলাধুলার উন্নতির জন্য বর্তমান রাজ্য সরকার যেভাবে কাজ করে চলছে তাতে অদূর ভবিষ্যতে ত্রিপুরার খেলোয়াড়রা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে দাপট দেখাবেই ওই বিশ্বাস উপস্থিত সকলের। এদিন টসে জয় লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বেঙ্গল টাইগার্স দল নির্ধারিত ১০ ওভারে আট উইকেট হারিয়ে ৬৪ রান করে। দলের পক্ষে আদিত্য রায় ব্যানার্জি ১০ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫, সৌম্যদীপ ব্যানার্জি ১২ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং রত্নদীপ ঘোষ ১২ বল খেলে একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। টি সি এ একাদশের পক্ষে কমল দাস ১১ রানে, স্বপন দাস ১১ রানে এবং রাজীব সাহা ১২ রানের দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ১১ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টি সি এ একাদশ। দলের পক্ষে ওপেনার অনিরুদ্ধ সাহা ২৫ বল খেলে দুটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রানে অপরাজিত থেকে যান।
Tripura Cricket: অনিরুদ্ধ’ র দুর্দান্ত ব্যাটিং প্রীতি ম্যাচে জয়ী টিসিএ একাদশ।
