টিএসএন ডেস্ক,২৮ জুলাই।।
ঘুরে দাঁড়ালো ত্রিপুরা। শেষ ৩৫ মিনিট ১০ জনে খেলেও হিমাচল প্রদেশকে পরাজিত করলো ত্রিপুরা। মধ্য প্রদেশে অনুষ্ঠিত ডঃ বি সি রায় ট্রফি ফুটবল প্রতিযোগিতায়। ওই রাজ্যের রেঞ্জাস মাঠে সোমবার হিমাচল প্রদেশের মুখোমুখি হয়েছিল ত্রিপুরা। ক্রমাগত বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় কোনও দলই শুরু থেকে ভালো খেলতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৫৫ মিনিটে ত্রিপুরার সাইড ব্যাকের ফুটবলার সুকান্ত দাস লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। ফলে দশজনে খেলতে হয় ত্রিপুরাকে। দশজনে খেলেও বিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে থাকে অনিমেষ দেবের ছেলেরা। ৫৮ মিনিটে সাচলাং দেববর্মা গোল করে এগিয়ে দেয় ত্রিপুরাকে। গোল পেতেই দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি আরও বাড়ায় ত্রিপুরার ফুটবলাররা। ৭৮ মিনিটে ইয়াফর দেববর্মা ত্রিপুরার জয় নিশ্চিত করে দেয়। ম্যাচ শেষ হওয়ার দু মিনিট আগে ব্যবধান কমায় হিমাচল প্রদেশ। খেলা শেষে ত্রিপুরা দলের কোচ অনিমেষ দেব মধ্যপ্রদেশ থেকে টেলিফোনে বলেন, দুরন্ত খেলেছে ছেলেরা। আরও বড় ব্যবধানে জয় পেতে পারতাম আমরা। তবে উত্তর প্রদেশের সম্ভাবনা বেশি গ্রুপ থেকে বেরোনোর। এদিন আন্দামানকে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। শেষ ম্যাচে আন্দামান ও নিকোবর কে যদি আমরা পরাজিত করতে পারি তাহলে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করব। এদিকে ত্রিপুরার বেশ কয়েকজন ফুটবলার অসুস্থ হয়ে পড়েছে ওই রাজ্যে গিয়ে জানালেন কোচ।
Tripura Football: বিসি রায় ট্রফিতে হিমাচলের বিরুদ্ধে জয়ী ত্রিপুরা।
