টিএসএন ডেস্ক, ২৪ জুলাই।।
চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের উদ্বোধন শুক্রবার। উদ্বোধনী ম্যাচে গেল বারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ খেলবে কল্যাণ সমিতির বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে ছটায় শুরু হবে ম্যাচটি। শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। এর আগে সন্ধ্যায় ছয়টায় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী সহ রাজ্য সংস্থার কর্তারা। ফুটবলে লাথি মেরে আসরের উদ্বোধন করবেন প্রাক্তন ফুটবলার রূপক মজুমদার। এদিকে শিল্ড হাতছাড়া হওয়ার পর লিগ ট্রফি জয় করতে মরিয়া এগিয়ে চলো সংঘের কর্তারা। সেই লক্ষ্যে ইতিমধ্যে বাড়ানো হয়েছে দলের শক্তি। জানা গেছে, আরও এক দু দিনের মধ্যে একজন বড় মাপের ফুটবলার দলের সঙ্গে যোগ দেবেন। বৃহস্পতিবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শেষ প্রস্তুতি সেরে নেন এগিয়ে চলো সংঘের ফুটবলাররা। শিল্ডের ব্যর্থতা ভুলে লীগে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সুজিত হালদারের ছেলেরা। এদিন বিকেলে অনুশীলনে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেট পিস মুভমেন্ট এর উপর অনুশীলন করানো হয়। সুজিত হালদার লীগের উদ্বোধনী ম্যাচে জয় পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। স্পষ্ট ভাবেই বলেন, দীর্ঘদিন একসঙ্গে অনুশীলন করার সুবাদে এখন দলীয় ফুটবলারদের মধ্যে বোঝাপড়া ভালো হয়ে গেছে। যা লিগে আমাদের ভালো খেলতে সাহায্য করবে। আশা করি সংঘের সভ্যসমর্থকদের হতাশ করবে না আমাদের ছেলেরা। ছেলেরাও প্রতিজ্ঞাবদ্ধ ভালো খেলা নিয়ে। তবে কল্যাণ সমিতি যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে। অপরদিকে শিল্ডের সেমিফাইনালে হারতে হয়েছিল কল্যাণ সমিতিকে । শক্তিশালী ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে হারলেও দলীয় ফুটবলাররা অনেকটাই মন জয় করে নিয়েছিলেন সমর্থকদের। বিশেষ করে ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়র ফুটবলার সুব্বা। আজ সুব্বাকে সামনে রেখেই আক্রমণের যাবতীয় ছক কষছেন কোচ আবু তাহের । একটি উপভোগ্য ম্যাচ হবে আশা করছেন কল্যাণ সমিতির কোচ। স্পষ্ট ভাবেই বলেন, প্রতিপক্ষ দল শক্তিশালী হলেও আমার ছেলেরা কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত। ফলে লড়াই হবে জমজমাট। ফুটবল প্রেমীরাও ভালো খেলা দেখা নিয়ে যথেষ্ট আশাবাদী।