টিএসএন ডেস্ক, আগরতলা।।
বি সি রায় ট্রফি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরা দল। আসর মধ্যপ্রদেশে। আগে এই টুর্নামেন্টটি মীর ইকবাল ট্রফি নামে পরিচিত ছিল। টায়ার ওয়ানের চার দল দিল্লি, গোয়া,পাঞ্জাব ও তেলেঙ্গানার লীগ টুর্নামেন্ট শুরু হচ্ছে রবিবার থেকে। ত্রিপুরা দল খেলবে টায়ার টু-তে। টায়ার টু-তে আরও তিনটি দল হলো আন্দামান এন্ড নিকোবর, হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশ। রবিবার সকালে ত্রিপুরা দল রেল পথে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। শনিবার সন্ধ্যায় রাজ্য দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিয়েছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন।
এদিন রাখাল শীল্ড-এর সেমিফাইনাল ম্যাচের বিরতির সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা খেলোয়াড়দের পাশাপাশি কোচ, ম্যানেজার সহ অফিসিয়াল দেরও শুভেচ্ছা জানান। উল্লেখ্য, ত্রিপুরা দলের প্রথম ম্যাচ ২৭ জুলাই, দ্বিতীয় ম্যাচ ২৮ জুলাই এবং তৃতীয় তরুণ লীগের অন্তিম ম্যাচ ৩০ জুলাই। বলাবাহুল্য, ১৫ দিনের জন্য খেলোয়াড়দের অনুশীলন করানোর পর তিন দিনের আবাসিক শিবির তথা সিলেকশন ট্রায়ালের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়। প্রশিক্ষণের উপর ভিত্তি করে রাজ্য দল আশানুরূপ সাফল্য পাবে বলে অনুমান করা হচ্ছে। রাজ্য দলের খেলোয়াড়রা হলো: অভিষেণ জমাতিয়া, অমিত দেববর্মা, আয়ুষ চাকমা, সাচালাঙ দেববর্মা, ইয়াফর দেববর্মা, রাহুল হোসেন, ইয়াকুব মিয়া, উইলসন দেববর্মা, জরা জমাতিয়া (অধিনায়ক), নায়থক জমাতিয়া, লামসুক জমাতিয়া, সন্দীপ দেববর্মা, রুমেন দাস, রণবীর দেববর্মা, নবজ্যোতি বণিক, বিশু জমাতিয়া, সুকান্ত দাস, রনিত জমাতিয়া, ইনায়েল দেববর্মা, সালমা জমাতিয়া, কোচ অনিমেষ দেব, ম্যানেজার রাজীব দেববর্মা।