রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্ট
টিএসএন ডেস্ক,১৩ জুলাই।।
চার বারের শিল্ড জয়ী দলকে নক আউট করে সেমিফাইনালে উঠলো তারকা খচিত ফরোয়ার্ড ক্লাব। টোটাল ফুটবল খেলে আগরতলার ফুটবলপ্রেমীদের মন জয় করে নিলেন ফরোয়ার্ড ক্লাবের ফুটবলাররা। শেষ কোন্ বছর এমন ফুটবল দেখলেন রাজ্যের ফুটবল প্রেমীরা তা বলা মুশকিল। গোলরক্ষক থেকে শুরু করে আক্রমণভাগ— প্রতিটি বিভাগেই দলটি সঙ্ঘবদ্ধ। আসরের প্রথম ম্যাচে মাঠে নেমে কিষান সিং-রা বুঝিয়ে দিলেন এবার তাদের লক্ষ্য ট্রফি জয়। পাশাপাশি রাজ্যের ফুটবলপ্রেমীদের মন জয় করে নেওয়া। রবিবার ছুটির দিনে অনুষ্ঠিত ডার্বি ম্যাচে ফরোয়ার্ড ক্লাব ২-০ গোলে পরাজিত করে গেল চারবারে চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে জয় ছিনিয়ে নেন ফরোয়ার্ড ক্লাব। ম্যাচে নজর কেড়ে নেন ফরোয়ার্ড ক্লাবের গোলরক্ষক মহাম্মা ডি সিনান। তিন কাঠির নিচে কেরল থেকে আসা ওই গোল রক্ষকটির ক্ষিপ্রতা দেখে মোহিত হলেন রাজ্যের প্রাক্তন গোলরক্ষকরাও। এছাড়া এ দিন নজর কেড়ে নেন প্রীতম সিং এবং সেনথামিলস। প্রথম দিনে ফরোয়ার্ডের ফুটবলাররা যে ফুটবল খেললেন তাতে ওদের আটকানো মুশকিল হবে তা বুঝে গেছেন বিপক্ষ দলগুলোর কোচ-রাও। ফলে কপালে ভঁাজ বিপক্ষ দলের কোচদের। তবে খুব একটা খারাপ খেলেননি এগিয়ে চলো সঙ্গের ফুটবলাররা।ও চেষ্টা করেছিলেন কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে। কিন্তু ফরোয়ার্ড ক্লাবের ফুটবলারদের টোটাল ফুটবল আছে পিছিয়ে পড়ে এগিয়ে চলো সংঘের ফুটবলাররা। এছাড়া রয়েছে নকোচ রোজের তীক্ষ্ণ বুদ্ধি। মূলত কোচের মোক্ষম চালে বাজিমাত করল সিনটেক্স ফরোয়ার্ড ক্লাব। দিন প্রথমার্ধে ফরওয়ার্ড ক্লাবকে কড়া চ্যালেঞ্জ ছুরে দিয়েছিলেন এগিয়ে চলো সংঘের ফুটবলাররা। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের চাকা নিজেদের দখলে তুলে নেন ফরোয়ার্ড ক্লাবের ফুটবলাররা। ৪৮ মিনিটে প্রীতম সিং দুরন্ত গোল করে এগিয়ে দেন ফরোয়ার্ড ক্লাবকে। তিন মিনিট পর কাউন্টার এটা থেকে ইয়ামি লুঙ্গা দ্বিতীয় গোল করে ফরোয়ার্ড ক্লাবের জয় নিশ্চিত করে দেন। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছে গেল ফরোয়ার্ড ক্লাব। একটি পরিচালনা করেন ধনেশ শাহ।