Tripura Chess:শিলচরে ব্লিটজ দাবায় ২১ তম স্থান আরাধ্যা-‌র।

IMG 20250704 WA0077

টিএসএন ডেস্ক,৪ জুন।।
         র‍্যাপিড দাবার পর ব্লিটজ দাবায় সাফল্য পেলো পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। শিলচরে বৃহস্পতিবার রাতে শেষ হয় আসর। প্রথমবর্ষ আসাম ইউনির্ভাসিটি ব্লিটজ দাবা আসরে। শিলচরের নেতাজী মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় আসর। তাতে সাড়ে ৬ পয়েন্ট পেয়ে ২১ তম স্থান দখল করে ত্রিপুরার আরাধ্যা। ২১ তম স্থান পাওয়ার সুবাদে প্রাইজমানি বাবদ আড়াই হাজার টাকা পেলো আরাধ্যা। আসরে সাড়ে ৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন অসমের অভ্রজ্যোতি নাথ। আসরে প্রথম ৫০ জন দাবাড়ুর মধ্যে ৬ পয়েন্ট নিয়ে ৩১ তম স্থানে শাক্য সিংহ মোদক, ৪৫ তম স্থানে শেখোয়াত হোসেন  এবং ৪৮ তম স্থানে অভিনব নাথ রয়েছেন। আসর পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। ‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *