টিএসএন ডেস্ক, ৩জুলাই।।
বিশালগড় মহকুমাকে বাগে পেয়েও জয় পেতে পারলো না শান্তিরবাজার মহকুমা। এক সময় জয়ের জন্য দুই বলে দরকার ছিল মাত্র ১ রান। এই একটি রান করতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গেল দেবব্রত চৌধুরী-র শান্তিরবাজার মহকুমা। রান রেটে উদয়পুর মহকুমাকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো বিশালগড় মহকুমা। উদয়পুর দ্বিতীয় স্থান দখল করলো। সেমিফাইনালে বিশালগড় খেলবে তেলিয়ামুড়া মহকুমার বিরুদ্ধে এবং উদয়পুর খেলবে সদর মহকুমার বিরুদ্ধে। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে বিশালগড় মহকুমা প্রথমে ব্যাট করে ২৩৮ রান করেছিল। বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ায় শান্তিরবাজার মহকুমার দরকার ছিল ১৮ ওভারে ৮৭ রান। জনক রিয়াং এর দুরন্ত ব্যাটিং সত্বেও শান্তিরবাজার মহকুমা নির্ধারিত ওভারের ৮৬ রান করতে সক্ষম হয়। সুপার ওভারে শান্তির বাজার প্রথমে ব্যাট নিয়ে ৯ রান করেছিল। বিশালগড় মহকুমা ১০ রান করে কোন উইকেট না হারিয়ে। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে বিশালগড় মহকুমা ২৩৮ রান করেছিল। দলকে বড় স্কোর গড়াতে মুখ্য ভূমিকা নেন ত্রিপুরা জুনিয়র দলের ক্রিকেটার সাহিল সুলতান। সাহিল ১২৯ বল খেলে বারোটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৮ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। এছাড়া দলের পক্ষে রাজীব হোসেন ৩৬ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, বাবুল দে ৩৬ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, অমিত আলী ২৫ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ২২ এবং বিক্রম কুমার দাস ২৮ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ২০ রান করেন। শান্তিরবাজার মহকুমার পক্ষে রবিশঙ্কর মুড়া সিং ২৯ রানে পাঁচটি উইকেট দখল করেন। এর পরই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি কমার পর শান্তির বাজারে সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৮ ওভারে ৮৭ রান। ওই রান তাড়া করতে নেমে শান্তিরবাজার ৮৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জনক রিয়াং ৫০ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ এবং রবি শংকর মুড়াসিং ১৬ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। বিশালগড়ের পক্ষে অমিত আলী ১৫ রানে তিনটি উইকেট দখল করেন। ম্যাচটি টাই হওয়ায় শুরু হয় সুপার ওভারের খেলা। সুপার ওভারে প্রথম ব্যাট করতে নেমে শান্তিরবাজার মহকুমা ৯ রান করে দুই উইকেট হারিয়ে নির্ধারিত এক ওভারে। জবাবে খেলতে নেমে বিশালগড় মহকুমা কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে টিকিট কেটে নিলো বিশালগড় মহকুমা।
Tripura Cricket: সিনিয়র ক্রিকেট:শেষ ২ বলে ১ রান করতে ব্যর্থ শান্তিরবাজার। সেমিতে বিশালগড়।
