টিএসএন ডেস্ক, ২জুলাই।।
এক ম্যাচ আগেই খেতাব নিশ্চিত করে নিতে বৃহস্পতি বার মাঠে নামবে ঐকতান যুব সংস্থা। প্রতিপক্ষ ত্রিবেণী সংঘ। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। আসরে আপাতত ছয় ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে শান্তিপাড়া-র ঐকতান যুব সংস্থা। এদিন পয়েন্ট পেলেই খেতাব নিশ্চিত হয়ে যাবে। শুধু এক পয়েন্ট নয়, পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাইছেন সুজিত ঘোষের ছেলেরা। সেই লক্ষ্যে বুধবার শেষ প্রস্তুতি সেরে নেন দলীয় ফুটবলাররা। বড় কোনও অঘটন না ঘটলে আজ জয় পেয়েই মাঠ ছাড়বেন দলীয় ফুটবলাররা। তবে ত্রিবেণী সংঘের ফুটবলাররা চাইছেন কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে। কতটা পারবে তাই এখন দেখার অপেক্ষায়। তবে ঐকতান যুব সংস্থার কোচ সুজিত ঘোষ দলীয় ফুটবলারদের স্পষ্টভাবেই বলে দিয়েছেন যাতে আজ পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। তাই সেরা একাদশই মাঠে নামানোর পরিকল্পনা নিয়েছেন ঐকতান কোচ। এদিকে সন্ধ্যে ছয়টায় অপর ম্যাচে পুলিশ আর সি দল খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। শেষ ম্যাচে ত্রিবেণী সংঘের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়ে মৌচাক ক্লাবের ফুটবলারদের মনোবল অনেকটাই বেড়ে গেছে। ওই অবস্থায় রাজু লামা-র ছেলেরা চাইছেন আজও দুরন্ত ফুটবল উপহার দিয়ে জয় ছিনিয়ে নিতে। ফুটবল প্রেমীরাও ভালো খেলা দেখা নিয়ে আশাবাদী।