টিএসএন,২৯ জুন।।
পরিত্যক্ত হলো মাঝপথে ম্যাচ। বৃষ্টির ফলে আউট ফিল্ড ভিজে থাকায়। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপের ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল আসরের সবথেকে দুর্বল দুই প্রতিপক্ষ গন্ডাছড়া এবং লংতরাইভ্যালি মহকুমা। সকাল থেকেই ঘন কালো চাদরে ঢেকেছিল আকাশ। গন্ডাছড়া প্রথমে ব্যাট করতে নেমে ২২ ওভার খেলার পরেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি কমতেই মাঠ সংস্কারের কাজে কর্মীদের নামলেও মাঠ খেলার উপযুক্ত করে তুলতে পারেনি। ফলে পরিত্যক্ত হলো ম্যাচটি। সোমবার রিজার্ভ ডে-তে পুনরায় হবে খেলা। রাঙ্গামাটি স্কুল মাঠে। এই দিন সকালে টসে জয়লাভ করে লংতরাইভ্যালি মহকুমার অধিনায়ক প্রথমে গন্ডাছড়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান। বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন গন্ডাছড়া ২২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান করে। দলের পক্ষে প্রলয় দাস ৩৭ বল খেলে পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ এবং মানুষ কুমার রিয়াং ৩০ বল খেলে একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। লংতরাইভ্যালি মহকুমার পক্ষে কাজল সূত্রধর ১০ রানে দুটো উইকেট দখল করেন।
Tripura Cricket: আউট ফিল্ড ভিজে থাকায় বাতিল গন্ডাছড়া – লংতরাইভ্যালি ম্যাচ।
