টিএসএন ডেস্ক,২৫ জুন।।
অবশেষে জয়ের মুখ দেখলো ত্রিবেণী সংঘ। আসরে ম্যাচ খেলে প্রথম জয় পেল সুনীল ভৌমিকের দল।। মঙ্গলবার ত্রিবেণী সংঘ তীব্র উত্তেজনা পূর্ণ ম্যাচে ঘাম ঝরিয়ে পরাজিত করলো স্কাইলার্ক ক্লাব কে। ফলাফল ৩-২। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দু দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। কিন্তু মাঝে মুষলধারে বৃষ্টির ফলে এক সময় দু দলের ফুটবলারদের খেলায় কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তারপরও দু’দলের ফুটবলাররা এদের অনেকটা ভালো খেলার চেষ্টা করেছেন। যদি দলের আক্রম ভাগের ফুটবলাররা নিজ প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারতেন তাহলে ম্যাচ আরও জমতো। একসময় ২-০ গোলে এগিয়েছিল স্কাইলার্ক ক্লাব। তারপরও জয় পেতে পারল না চন্দন সেনের ছেলেরা। ম্যাচ শুরুর তিন মিনিটের মাথায় আলেক্স ডার্লিং গোল করে এগিয়ে দেন স্কাইলার্ক ক্লাবকে। ২৪ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন অ্যালেক্স। দুই গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেন ত্রিবেণী সংঘের ফুটবলাররা। শুরু হয় পাল্টা আক্রমণ। ৩৭ মিনিটে নিক্সন সামুভেল এ গোল করে ব্যবধান কমান। বিরতির পর আক্রমণের গতি আরো বাড়ান ত্রিবেণী সংঘের ফুটবলাররা। ৫০ মিনিটে লাল রুযাত মাওয়া সমতা ফেরান। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ত্রিবেণী সংঘকে প্রথম জয় এনে দেন লাল রুয়াত মাওয়া। রেফারি আদিত্য দেববর্মা হলুদ কার্ড দেখান স্কাইলার্ক ক্লাবের মোয়ান সাঙ্গাকে।