Tripura Football: ফুটবলারদের উন্নত প্রশিক্ষণ, শুরু কোচদের রিফ্রেশার কোর্স।

IMG 20250624 WA0002

টিএসএন ডেস্ক,২৪ জুন।।
       যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে  মাঠে ময়দানে কর্মরত শারীর শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে সাত দিন যাবৎ ফুটবলের রিফ্রেশার কোর্স ও কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্পোর্টস স্কুলের মাঠে এই কর্মশালার শুভারম্ভ করেন ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা দিলীপ দেবনাথ। উপস্থিত ছিলেন দপ্তরের সহকারী অধিকর্তা শান্তনু সূত্রধর, স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব শুভেনজিৎ সিনহা। তাছাড়া উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত ফুটবল বিশেষজ্ঞ প্রাক্তন সাই কোচ দীপক চক্রবর্তী ও শ্যাম মানিক লোধ। আগামী দিনে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে খুদে ফুটবলারদের কি ভাবে উন্নত ও বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষান দেওয়া যায় সেই বিষয়ে বিশদ ধারনা দেন তারা দুজন। প্রত্যেকদিন সকাল ৯টা থেকে থিওরী ও বিকেল চারটা থেকে হাতে কলমে প্রশিক্ষন দেবেন বিশেষজ্ঞরা। আট জেলার ২৯ জন ফুটবল কোচ এই কর্মশালায় অংশ নিয়েছেন। এখবর জানান কোর্স কোর্ডিনটর প্রনব অখণ্ড।‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *