টিএসএন ডেস্ক,১৮ জুন।।
দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে বিশ্বের সর্বোচ্চ এভারেষ্ট শৃঙ্গ জয় করেন রাজ্যের দুঃসাহিক যুবক অরিত্র রায়। ১৯ শে মে তিনি এই বিশ্ব চূড়ায় পা রাখেন। এর আগে ত্রিপুরা থেকে আর কেউ এই উচ্চতায় পৌঁছতে পারেননি। ২০০৩ সালে রাজ্যের পর্বতারোহী সুযোগ পেয়েছিলেন কিন্তু প্রকৃতি বাদ সাদে সেই সময়। সেই সময় বরফ ধসে পাঁচ জন আরোহী চিরতরে বরফ শৃঙ্ঘ্যে প্রাণ হারায়। কিন্তু প্রনব অখণ্ড সেই অভিযান থেকে প্রাণে বেঁচে আসেন। তার উত্তরসূরি অরিত্র রায় এভারেষ্ট জয় করে গত সপ্তাহে রাজ্যে ফিরেন। সোমবার ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ আরিত্রকে উত্তরীয় এবং স্মারক দিয়ে অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন দপ্তরের তিন উপ-অধিকর্তা বিপ্লব কুমার দত্ত, প্রবাল কান্তি দেব, দিলীপ দেবনাথ। তাছাড়া ইউথ প্রোগ্রাম অফিসার অর্জুন কুমার দেবনাথ ও পর্বতারোহী প্রনব অখণ্ড। পর্বতারোহনে রাজ্যের যুবক যুবতীদের আরও বেশী করে এগিয়ে আসার আহ্বান করেন দপ্তরের অধিকর্তা। ২ ৯শে আগষ্ট জাতীয় ক্রীড়া দিবসে অরিত্র রায়কে জনসমক্ষে সংবর্ধিত করবে ক্রীড়া দপ্তর।
Tripura Sports: সংবর্ধিত হলেন এভারেষ্ট জয়ী অরিত্র।
