টিএসএন ডেস্ক,১৬ জুন।।
অনুষ্ঠিত হলো প্রথম বৈঠক। রাজ্য স্কুল দাবার দলগত আসর নিয়ে। ত্রিপুরার দাবার ইতিহাসে এ বারই প্রথম হতে চলেছে ওই আসর। ফলে ওই আসরকে সর্বাঙ্গীণ সুন্দরভাবে শেষ করতে মরিয়া রাজ্য সংস্থার কর্তারা। এ নিয়ে রবিবার দুপুরে রাজ্য সংস্থার কর্তারা এক সভা করেন কৃষ্ণনগর ব্যানার্জি পাড়াস্থিত রাজ্য সংস্থার অফিস বাড়িতে। উপস্থিত ছিলেন রাজ্য সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক, সচিব মিঠু দেবনাথ সহ বিভিন্ন মহকুমার কর্তারা। আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়ার কথা স্পষ্টভাবেই বলেন সভাপতি অভিজিৎ মৌলিক। এ নিয়ে গঠিত হয় বিভিন্ন কমিটি। আগামী ২-১ দিনের মধ্যে থেকেই ওই কমিটির কর্তারা বিভিন্ন স্কুলে গিয়ে আসরের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন। বর্তমান কমিটির কর্তাদের লক্ষ্য একটাই, নতুন এই ইভেনকে স্মরণীয় করে রাখা। এর জন্য সকলের সহযোগিতা চেয়েছেন রাজ্য সংস্থার সচিব মিঠু দেবনাথ। ৮ জেলার বিভিন্ন কর্তাদের নিয়ে আটটি কমিটি গঠিত হয়েছে। কমিটির কর্তারাই বিভিন্ন স্কুল পরিদর্শন করবেন। প্রসঙ্গত: ২৬-২৭ জুলাই দুদিন ব্যাপী রাজ্য স্কুল দলগত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এন এস আর সি সি-র দাবা হল ঘরে হবে আসর। প্রতি দলে থাকতে পারবে ৫ জন দাবাড়ু। এন্ট্র ফি ১ হাজার টাকা।
Tripura Chess:রাজ্য স্কুল দাবা শুরু ২৬ জুলাই।গঠিত হলো বিভিন্ন কমিটি
