টিএসএন ডেস্ক,১৪ জুন।।
হরিয়ানায় গেলো রাজ্যের দুই খুদে দাবাড়ু। ওই রাজ্যে ১৫ জুন থেকে শুরু হবে জাতীয় অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতা। শুক্রবার বিকেলের বিমানে দেশের রাজধানীর দিল্লি হয়ে হরিয়ানা গেলো দেবরাজ ভট্টাচার্য এবং অবন্তিকা চক্রবর্তী। দুজনই আসরে ভালো খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী। আজ হরিয়ানা যাবে শুভায়ন দাস এবং তৃষিকা কামারাপু। এদিন রাজ্য ছাড়ার আগে দেবরাজ এবং অবন্তিকা বলে, যা প্রস্তুতি নিয়েছি, আশা করি ভালো খেলবো। রাজ্যবাসীর আশীর্বাদ কামনা করি। বিশ্বাস করি হতাশ করবো না।
Tripura Chess: হরিয়ানায় ত্রিপুরার দুই দাবাড়ু।
