টিএসএন ডেস্ক,১২ জুন।।
হরিয়ানার গুরগাঁও-য়ে অনুষ্ঠিত হবে জাতীয় অনূর্ধ্ব ৯ দাবা প্রতিযোগিতা। ১৫-২০ জুন হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা চারজন দাবাড়ু। বালক বিভাগে দেবরাজ ভট্টাচার্য, শুভায়ন দাস, বালিকা বিভাগে অবন্তিকা চক্রবর্তী এবং তৃষিকা কামারাপু। শুক্রবার বিকেলের বিমানে হরিয়ানা যাচ্ছে দেবরাজ এবং অবন্তিকা। শনিবার যাবে শুভায়ন এবং তৃষিক। ৪ দাবাড়ুই আসরে ভালো ফলাফল করা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।
এদিকে দিল্লিতে লড়াই করছেন ত্রিপুরার দাবাড়ুরা। দিল্লিতে অনুষ্ঠিত ২১ তম আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার ‘সি’ গ্রুপের আসরে। বৃহস্পতিবার আসরের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হয়। ত্রিপুরার রমেশ কলই এবং অভিনয় দেববর্মার পয়েন্ট ৫ রাউন্ডে তিন। রাজ্যের অপর দাবাড়ু প্রদীপ কুমার দেবনাথের পয়েন্ট দুই। বুধবার প্রথম দিনের দুই রাউন্ডের খেলা হয়েছিল। তাতে দুটি ম্যাচই জয়লাভ করেছিলেন ত্রিপুরা রমেশ কলই।
Tripura Chess: রাজ্যের দাবাড়ুদের টার্গেটে হরিয়ানা, লড়াই চলছে দিল্লিতেও ।
