
Tripura Cricket: পর পর দুইবার জেসি ট্রফি ঘরে তুললো স্ফুলিঙ্গ ।
টিএসএন ডেস্ক,২১ জুন।। দু’বছর পর। জে সি ট্রফি ঘরে তুললো স্ফুলিঙ্গ ক্লাব। শুক্রবার তৃতীয় তথা শেষ দিনে ইউনাইটেড ফ্রেন্ডসকে ইনিংস এবং ১৪ রানে পরাজিত করে এ বছর খেতাব দখল করলো স্ফুলিঙ্গ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আসরে। দ্বিতীয় দিনের শেষে জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল স্ফুলিঙ্গের। দেখার ছিল তৃতীয় দিনে কতটা লড়াই ছুঁড়ে দিতে পারেন…