
Tripura Cricket: লিটল মাস্টার ক্রিকেটে রাজ্যের ছেলেদের প্রতিপক্ষ সিকিম।
টিএসএন ডেস্ক, ১৭ এপ্রিল।। ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ সিকিম। ২০ এপ্রিল আসরের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ত্রিপুরা। প্রথম বর্ষ লিটিল মাস্টার ট্রফি ক্রিকেটে। নর্থ গুয়াহাটির ফুলুঙ্গে অনুষ্ঠিত হবে ম্যাচ। আসরে ‘ বি ‘ গ্রুপে রাখা হয়েছে ত্রিপুরাকে। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে সিকিম, মনিপুর এবং নাগাল্যান্ড। ২০ এপ্রিলের পর ২৩ এপ্রিল মণিপুর এবং ২৫ এপ্রিল…