
Tripura Cricket: লিটল মাস্টার ক্রিকেটে সেমি ফাইনালে রাজ্য দল।
টিএসএন ডেস্ক,২৩ এপ্রিল।। সহজেই সেমিফাইনালে উঠলো ত্রিপুরা। টানা দুই ম্যাচে জয়লাভ করে। অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত লিটল মাস্টার অনুর্ধ ১৪ ছোটদের ক্রিকেট আসরে। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা হেলায় পরাজিত করলো মনিপুরকে। বর্ষা পাড়ার এ সি এ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে মণিপুরের গড়া ১৩৬ রানের জবাবে ত্রিপুরা কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে…