Tripura Athletics: খেলো ইন্ডিয়াতে সেরা সৌরভ ও লক্ষ্মী।
টিএসএন ডেস্ক, ১৪ আগস্ট।। সেরা হলেন খেলো ইন্ডিয়ার সৌরভ হোসেন এবং লক্ষী রাণী ত্রিপুরা। ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রশ কান্ট্রি দৌড় প্রতিযোগিতায়। ক্রীড়া দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বালকদের ৫ কিমি এবং বালিকাদের ৩ কিমি দৌড় প্রতিযোগিতা হয়। রাজবাড়ীর প্রথম গেটের সামনে থেকে শুরু হয় দৌড়। শেষে দুই বিভাগে বিজয়ী প্রথম ১০ স্থনাধিকারি আথলিটকে পুরস্কৃত করা…

