
Tripura Sports: ভারত সেরা ত্রিপুরার গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞাত প্রসূন।
টিএসএন ডেস্ক, ১০ এপ্রিল।। স্বপ্নের নিরলস সাধনা, বাস্তবে রূপ নেয়। ত্রিপুরার তরুণ প্রতিভা, গ্র্যান্ডমাস্টার, প্রজ্ঞাত প্রসূন নয়াদিল্লিতে অনুষ্ঠিত কেভিএস জাতীয় স্তরের বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছেন। দুদিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছিলো ৭ এপ্রিল। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের (কেভিএস) ২৫টি অঞ্চলের সমগ্র ভারত থেকে শিক্ষার্থীরা “৫২তম রাজ্য তারকা বাল বৈজ্ঞানিক প্রদর্শনী (আরএসবিভিপি) ২০২৪-২৫” ব্যানারে অংশগ্রহণ করেছিল। এই…