
Tripura Chess: রাজ্যের দাবাড়ুদের টার্গেটে হরিয়ানা, লড়াই চলছে দিল্লিতেও ।
টিএসএন ডেস্ক,১২ জুন।। হরিয়ানার গুরগাঁও-য়ে অনুষ্ঠিত হবে জাতীয় অনূর্ধ্ব ৯ দাবা প্রতিযোগিতা। ১৫-২০ জুন হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা চারজন দাবাড়ু। বালক বিভাগে দেবরাজ ভট্টাচার্য, শুভায়ন দাস, বালিকা বিভাগে অবন্তিকা চক্রবর্তী এবং তৃষিকা কামারাপু। শুক্রবার বিকেলের বিমানে হরিয়ানা যাচ্ছে দেবরাজ এবং অবন্তিকা। শনিবার যাবে শুভায়ন এবং তৃষিক। ৪ দাবাড়ুই আসরে ভালো ফলাফল করা নিয়ে…