Tripura Chess:৩০ বছর আগে গুরুর গড়া রেকর্ড স্পর্শ, দাবায় দেশের সেরা আর্শিয়া। এখন যাবে দাবার বিশ্ব মঞ্চে।
টিএসএন ডেস্ক, আগরতলা।। ফের জাতীয় আসরে চমক রাজ্যের দাবাড়ু আর্শিয়া দাসের।গাজিয়াবাদে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র অনূর্ধ্ব ১৫ দাবা প্রতিযোগিতার বালিকা বিভাগে দেশের সেরা হয়েছে আর্শিয়া। তাও আবার এক রাউন্ড বাকি থাকতেই।১০ রাউন্ডে সাড়ে নয় পয়েন্ট ভারত সেরার শিরোপা দখল করেছে রাজ্যের সোনার মেয়ে।রবিবার দশম রাউন্ডে মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু কর্নাটকের অক্ষয়া সাথীর বিরুদ্ধে ৬৪ ঘরের মস্তিষ্কের…

