
Tripura Chess: জলগাঁও অনুষ্ঠিত দাবার আসরে রাজ্যের ছয় দাবাড়ু ।
টিএসএন ডেস্ক,২৩ জুন।। মহারাষ্ট্রের জলগাঁও অনুষ্ঠিত হবে ৩৮ তম জাতীয় অনূর্ধ্ব ১১ দাবা প্রতিযোগিতা। ২-৮ অগাস্ট হবে আসর। তাতে ত্রিপুরা থেকে অংশ নেবে বালক বিভাগে অভ্রনীল দে, অন্তরীপ আচারিয়া, বালিকা বিভাগ পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস এবং নাভ্যিয়া দে। স্পেশাল এন্ট্রি হিসেবে অংশ নিতে চলেছে আদ্রিজা সাহা এবং শিবাদ্রিতা দেবনাথ। রাজ্য দাবা সংস্থা…