টিএসএন ডেস্ক,৩ সেপ্টেম্বর।।
উদ্বোধনী ম্যাচে এগিয়ে চলো সংঘ খেলবে কল্যাণ সমিতির বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলের সুপার লিগে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সুপার লীগের খেলা। এবছর সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে এগিয়ে চলো সংঘ, নাইন বুলেটস ক্লাব, ব্লাড মাউথ ক্লাব এবং কল্যাণ সমিতি। সুপার লিগের শেষ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। ওই দিনই হবে আসরের ডার্বি ম্যাচ। লীগ কমিটির সচিব তপন সাহা সুপার লিগের সূচি ঘোষণা করেন। সুপার লিগের প্রতিটি ম্যাচ হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুরু হবে খেলা। এর জন্য টিকেট ধার্য করা হয়েছে ৩০ টাকা। ঘোষিত সূচি অনুযায়ী ৫ সেপ্টেম্বর এগিয়ে চলো সংঘ – কল্যাণ সমিতি, ৬ সেপ্টেম্বর নাইন বুলেটস – ব্লাড মাউথ, ৯ সেপ্টেম্বর এগিয়ে চলো সংঘ – ব্লাড মাউথ, ১০ সেপ্টেম্বর কল্যাণ সমিতি – নাইন বুলেটস, ১৩ সেপ্টেম্বর ব্লাড মাউথ – কল্যাণ সমিতি এবং ১৪ সেপ্টেম্বর এগিয়ে চলো সংঘ – নাইন বুলেটস ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। এদিকে এবছর খেতাব জয় করতে মরিয়া সবকটি ক্লাব। সেই লক্ষ্যে শক্তি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।