টিএসএন ডেস্ক,৪ সেপ্টেম্বর।।
প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লো ত্রিপুরা। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। রাজমাতা জিজাবাই জাতীয় সিনিয়র মহিলাদের ফুটবলে। অসমের ডিপুর কাঁছা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৪-০ গোলে। প্রচন্ড গরমে নাজেহাল ত্রিপুরার ফুটবলাররা এদিন কার্যত খেলতেই পারেননি। তবে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্ব অভিযোগ আনলেন ত্রিপুরার কোচ ইন্দ্রজিৎ সূত্রধর। তিনি রেফারির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন উদ্যোক্তাদের কাছে। তবে মৌসুমী ওরাং এবং শ্রীয়া দেব যদি প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারতো তাহলে হয়তোবা ম্যাচের ফলাফল কিছুটা কমতো। খেলা শেষ হতাশ ত্রিপুরার কোচ ডিপু থেকে টেলিফোনে বলেন, প্রচন্ড দাবদাহের জন্য মেয়েরা মাঠে দাঁড়াতেই পারছিল না। এই অবস্থায় এর থেকে ভালো খেলা সম্ভব নয়। উদ্যোক্তাদের উচিত ছিল দাবদহের কথা মাথায় রেখে খেলা গুলো বিকেলে দেওয়া। তবে মেয়েরা চেষ্টা করবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে। ৬ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে উদ্যোক্তা অসমের বিরুদ্ধে।
Tripura Women Football: অরুণাচলের কাছে ৪-০ গোলে পরাজিত ত্রিপুরার মেয়েরা।
