টিএসএন ডেস্ক,১৬ ডিসেম্বর।।
প্রথম জয়ের লক্ষ্যে বুধবার মাঠে নামবে ত্রিপুরা এবং মিজোরাম। ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতার ‘ ডি ‘ গ্রুপে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন সন্ধ্যে সাতটায় শুরু হবে ম্যাচটি। দু দলই আসরের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল। মিজোরাম ন্যূনতম গোলে নাগাল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর স্বাগতিক ত্রিপুরা বিধ্বস্ত হয়েছিল মনিপুরের বিরুদ্ধে। ৫-১ গোলে। দু- দলের লক্ষই আজ জয় পেয়ে ঘুরে দাঁড়াতে। তবে প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর ত্রিপুরা দলের ফুটবলাররা মিজোরামের বিরুদ্ধে কতটা ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। তারপরও আশাবাদী ত্রিপুরার শিবির। মনিপুরের বিরুদ্ধে রক্ষণভাগের ফুটবলারদের দুর্বলতার খেসারত দিতে হয়েছে ত্রিপুরাকে। মিজোরাম যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। ওই দলের ফুটবলাররা ঘুরে দাঁড়াতে মরিয়া। ফলে আক্রমণ শানাবে জোরদার। ওই অবস্থায় ত্রিপুরার রক্ষণভাগের ফুটবলাররা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন তা সময় বলবে। এদিকে গ্রুপের সেরা হওয়া দৌড়ে এগিয়ে যেতে আজ দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে দুই শক্তিশালী দল মনিপুর এবং নাগাল্যান্ড মুখোমুখি হবে। শক্তির বিচারে মনিপুর এগিয়ে থেকে মাঠে নামবে। তবে আসরের কালো ঘোড়া হিসেবে পরিচিত নাগাল্যান্ডের ফুটবলাররা জোড় লড়াই ছুঁড়ে দিতে প্রস্তুত।
Santosh Trophy: আসরের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ মিজোরাম।

