Tripura Sports: দক্ষিণ এশিয়ান বডি বিল্ডিংয়ে রাজ্যের মেয়ের পদক জয়।

IMG 20250614 WA0006

টিএসএন ডেস্ক,১৬ জুন।।
   বিদেশের মাটিতে ফের ভারতীয় পতাকার উত্তোলন। ‌ ঐতিহাসিক পদক জয়। আন্তর্জাতিক মহিলা বডিবিল্ডিং আসর থেকে আরও একটি পদক। ‌রাজ্য বাসীর জন্য সত্যিকার অর্থেই ক্রীড়া জগতের নিরিখে আরও একটি গৌরবময় দিন ছিল শনিবার। ত্রিপুরার প্রথম মহিলা হিসেবে রিতা (শ্রেয়া) নাগ ভুটানে দক্ষিণ এশিয়ান বডি বিল্ডিং প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক ছিনিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। শনিবার ৫৫ কেজি বিভাগে রিতা ব্রোঞ্জ পান। এটি রাজ্যের ইতিহাসে বডি বিল্ডিং এ প্রথম আন্তর্জাতিক পদক। ভুটান থেকে ত্রিপুরা বডিবিল্ডার্স ও ফিটনেস এসোসিয়েশনের সভাপতি তনয় দাস এ খবর জানান। উল্লেখ্য, গত ২৩ মার্চ গুয়াহাটিতে ৩৬তম সরাইঘাট বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ তথা মডেল ফিজিক বিভাগে রিতা রৌপ্য পদক এবং ২৩ ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে অনুষ্ঠিত ফেডারেশন কাপ বডিবিল্ডিং এ রীতা স্বর্ণপদক লাভ করে ত্রিপুরাকে গৌরবান্বিত করেছিল। রীতার দারুণ সাফল্যে সভাপতি তনয় দাস সহ টিবিএফএ-র প্রত্যেকে অভিনন্দন জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *