Tripura Sports: রাজ্যের যুবক অরিত্র রায়ের এভারেষ্ট জয়।

IMG 20250519 WA0004

টিএসএন ডেস্ক, ১৯ মে।।
      রাজ্যের যুবক অরিত্র রায়ের এভারেষ্ট জয়। আগরতলা থেকে যাত্রা শুরু ১৬ মার্চ । সোমবার ১৯ মে তেনজিঙ নোরগে ও এডমন্ড হিলারীর এভারেষ্ট জয়ের (২৯-৫-১৯৫৩) দীর্ঘ্য ৭২ বছর পর নেপালের সময় সকাল ৭:৩১ মিনিটে রাজ্যের প্রথম বাঙালী যুবক অরিত্র রায় ২৯,০৩৫ ফুট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেষ্ট জয় করে নতুন ইতিহাস সৃষ্টি করেন।রবিবার চূড়ায় আরোহনের প্রাক মুহূর্তে তাঁকে শুভেচ্ছা জানায় রাজ্যের অন্যতম পর্বতারোহী প্রনব অখণ্ড। সোমবার সাফল্যের অভিনন্দন জানান তিনি হার না মানা দুঃসাহসিক যুবক স্নেহের ও গর্বের অরিত্রকে। আগরতলা বাধারঘাটের বাসিন্দা প্রয়াত ফুটবল কোচ সঞ্জয় ও কাকলি রায়ের বড় ছেলে অরিত্র।হিমালয়ে প্রচন্ড ঝড় দমকা হাওয়া, প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতাকে উপেক্ষা করে তাঁর অদম্য জেদকে পাথেয় করে সাফল্যে পৌঁছায় আজকের শুভদিনে। এখন বেস ক্যাম্পের পথে…… আরও দীর্ঘ্য দুর্গমপথ বাকি। রাজ্যবাসীর শুভেচ্ছা ও শুভকামনা, সুস্থ্য থেকে সশরীরে রাজ্যে ফিরে আসুক সে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আরও বিস্তারিত জানাতে পারছেন না।‌‌
#Tripura #Evarest #aritra #roy #tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *