টিএসএন ডেস্ক,৩১ জুলাই।।
রাজ্যের ক্যারাটে খেলোয়াড়দের মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে দারুন ভাবে কাজ করে যাচ্ছে পিনাকী চক্রবর্তীর নেতৃত্বাধীন ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। সম্প্রতি ২৮ জুলাই থেকে চার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি চলছে আগরতলার প্রাণকেন্দ্রে টিবি ইরাডিকেশন অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে। প্রথমবারের মতো বহিরাজ্য থেকে আন্তর্জাতিক মানের কোচ হেম্বো বংজঙ দারুণভাবে প্রত্যেককে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগামী সময়ে স্থায়ী ভাবে এই আন্তর্জাতিক মানের কোচ রাজ্যের ক্যারাটে খেলোয়ারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আত্মনিয়োগ করবেন বলে জানানো হয়েছে। সারা রাজ্য থেকে বিশেষ করে আটটি জেলার প্রত্যন্ত এলাকা থেকেও ১১৬ জন ৬ থেকে ৩০ বছর বয়সের ক্যারাটে প্রশিক্ষণার্থী ছেলে-মেয়েরা এই শিবিরে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ কর্মসূচির অন্তিম পর্যায়ে আজ, বুধবার প্রত্যেক প্রশিক্ষণার্থীদের প্রশংসা পত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সংবর্ধিত করা হয়েছে আন্তর্জাতিক মানের কোচ হ্যাঙ্গো বঙজংকে। বিকেলে প্রশিক্ষণ শিবির মঞ্চে রাজ্য সংস্থা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন রাজ্য সংস্থার উপদেষ্টা তথা মুখপাত্র পিনাকী চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে এবং সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সর্বভারতীয় ক্যারাটে ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি নগেন বঙজং উপস্থিত ছিলেন। এছাড়া রাজ্য সংস্থার কোষাধ্যক্ষ সুব্রত মিশ্র চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, ত্রিপুরার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সুজিত রায়, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১১-১২ অক্টোবরে নর্থ-ইস্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজ্য দল অংশ নেবে বলে জানানো হয়েছে। আসন্ন ফেডারেশনের বর্ষ ব্যাপী টুর্নামেন্ট সমূহে রাজ্য দল অংশ নিতে পারবে বলেও এই সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে। রাজ্য সংস্থার কর্মকর্তারা আশা প্রকাশ করছেন আগামী দিনে জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের ক্যারাটে খেলোয়াররা অংশগ্রহণ করবে এবং সাফল্য অর্জন করে পদক জিতে আনবে। পাশাপাশি রাজ্যের নাম উজ্জ্বল করবে।
Tripura Sports: ক্যারাটে খেলোয়াড়দের মানোন্নয়নে রাজ্যের আন্তর্জাতিক কোচ।
