টিএসএন ডেস্ক, ১৯ জুলাই।।।।
পূর্বোত্তর পেনচাক সিলাট চ্যাম্পিয়নশিপে দুরন্ত সাফল্য পেলো ত্রিপুরা। আসরে পনেরো সদস্যের ত্রিপুরা দল অংশ নিয়েছিল। এরমধ্যে পদক পেলো ১৪ টি। নাগাল্যান্ডের ডিমাপুরে দুদিন ব্যাপী আসর শুরু হয়েছিল ১৬ জুলাই। তাতে ত্রিপুরার খেলোয়াররা সাতটি রৌপ্য এবং সাতটি ব্রোঞ্জ পদক জয় করে। রাজ্যের হয়ে রৌপ্য পদক জয় করেছে তনুশ্রী ঘোষ, অস্মিতা দে, অনিশাহ খান, রোশ্মি দাস, চন্দ্রদীপ সাহা এবং অনিরুদ্ধ সাহা। এছাড়া ব্রোঞ্জ পদক জয় করেন সিমরানুর রহমান, রিয়া দেবনাথ, রাজকুমার দাস, তৃষা দেবনাথ, অনিক দাস, আদিত্য সরকার এবং প্লাবন দেবনাথ। রাজ্য সংস্থার পক্ষ থেকে উত্তম আচার্য এ খবর জানান। তিনি বলেন, দুরন্ত খেলেছে আমাদের খেলোয়াররা। এবারের সাফল্য আগামী দিনে আরও ভালো খেলতে সাহায্য করবে খেলোয়ারদের। দলের প্রতিটি খেলোয়ারকে আমার এবং রাজ্য সংস্থার পক্ষ থেকে অভিনন্দন