Tripura Sports: ন্যাশনাল ফিজিক কমিটির চ্যাম্পিয়নশিপ আগরতলায়।

IMG 20250410 WA0000

টিএসএন ডেস্ক, ১০ এপ্রিল।
           রাজ্য এবং আঞ্চলিক স্তরীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলায়। উদ্যোক্তা ন্যাশনাল ফিজিক কমিটি, ত্রিপুরা। ১৩ এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে দুদিনব্যাপী এন পি সি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৃষ্ঠ পোষকতায় থাকছে ত্রিপুরা ট্যুরিজম। বুধবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের মিলনায়তনে এন পি সি ত্রিপুরা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এন পি সি ত্রিপুরার স্টেট ম্যানেজার আলাপন চক্রবর্তী এ বিষয়ে বিস্তারিত জানান। প্রতিযোগিতা ওইদিন বেলা ১১ টায় শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে বেলা ১২ টায়। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী। এছাড়াউপস্তিত থাকবেন মেয়র তথা রাজ্য বিধানসভার সদস্য দীপক মজুমদার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর ড. বিশাল কুমার, বিখ্যাত বডি বিল্ডার সুহাস খামকার, এডিসির কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, অফিসিয়াল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিপুন আগরওয়াল প্রমূখ। প্রতিযোগিতায় বিকিনি মিস এন পি সি ত্রিপুরা, সিনিয়র বডিবিল্ডিং মিস্টার এন পি সি ত্রিপুরা, সিনিয়র ক্লাসিক ফিজিক, ক্লাসিক ফিজিক, ম্যান ফিজিক, জুনিয়র বডিবিল্ডিং, জুনিয়র ম্যান ফিজিক নামাঙ্কিত আটটি ইভেন্টে প্রতিযোগিতা হবে। ‌উল্লেখ্য, প্রতিযোগিতার আগের দিন তথা ১২ এপ্রিল উজ্জ্বয়ন্ত প্যালেস-এর সামনে থেকে একটি র‌্যালী যাত্রা করে তা উদয়পুরের মাতাবাড়ি হয়ে নীরমহল ঘুরে পুনরায় উজ্জ্বয়ন্ত প্যালেসে এসে তা শেষ হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্য আয়োজকদের মধ্যে রূপক বিশ্বাস, বিশাল সিনহা প্রমূখ উপস্থিত ছিলেন।‌

#tripura #sports #bodybuilding #tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *