টিএসএন ডেস্ক,১৯ জুলাই।।
সুরজ গুরুং এবং রাজ মালাকারের অনবদ্য ব্যাটিং। চতুর্থ উইকেটে ১৩৯ রানের অপরাজিত পার্টনারশীপ করে মনুঘাট স্কুলকে মহকুমার সেরা করে এই দুজন। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত আন্ত: স্কুল ক্রিকেটে। শুক্রবার ঘাঘরাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আসরের ফাইনাল ম্যাচটি। তাতে মনুঘাট স্কুল ৭ উইকেটে পরাজিত করে ছৈলেংটা ইংলিশ মিডিয়াম স্কুলকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ছৈলেংটা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল ১৫৫ রান করে। দলকে বড় স্কোর করাতে মুখ্য ভূমিকা নেয় অর্ঘ্যদীপ চৌধুরী। বিপক্ষের বোলারদের কার্যত শাসন করে অর্ঘ্যদীপের ব্যাট। মাত্র ৩১ বল খেলে ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ রানের ঝড়ো ইনিংস উপহার দেয় অর্ঘ্যদীপ। এছাড়া দলের পক্ষে রাজ তামাং ৩৩ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং মোঃ ইরফান আলী ১০ বল খেলে দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ১৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। মনুঘাট স্কুলের পক্ষে রামানদ সাহা ২৪ রানে চারটি এবং ইশান্ত শুক্লবৈদ্য ৩৮ রানে তিনটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে বিশাল রানের নিচে শুরুতে চাপে পড়ে যায় মনুঘাট স্কুল। এক সময় ২০ রানে তিন উইকেট হারিয়ে চাপে ছিল মনুঘাট স্কুল। ওই সময় রুখে দাঁড়ায় সুরজ গুরুং এবং রাজ মালাকার। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে। শেষ পর্যন্ত ওই জুটি অবিচ্ছিন্ন থেকে দলকে কাঙ্খিত জয় এনে দেয়। সুরজ ৪২ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২ রানে এবং রাজ ৩৭ বল খেলে দুটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫ রানে অপরাজিত থেকে যায়। ছৈলেংটা ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে দীপাঞ্জন দাস ৩২ রানে দুটি উইকেট দখল করে।
Tripura School Cricket: লংতরাইভ্যালির চ্যাম্পিয়ন মনুঘাট স্কুল ।
