টিএসএন ডেস্ক,১৬ ডিসেম্বর।।
প্লেট গ্রুপে নেমে যাওয়ার সম্ভাবনা রইলো ত্রিপুরার সামনে। বুধবার দ্বিতীয় দিনে দলের ব্যাটসম্যানরা যদি জ্বলে উঠতে না পারেন তাহলে অবনমন হবে ত্রিপুরার। অনূর্ধ্ব ১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। আপাতত ৪ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ত্রিপুরা হয়েছে পঞ্চম স্থানে। সমসংখ্যক ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়ে শেষের স্থানে বিহার। মঙ্গলবার দুর্বল দুই দলের খেলার প্রথম দিনে বড় স্কোর গড়ে নিলো সফররত বিহার।ত্রিপুরার বোলারদের নাস্তানুবাদ করে। টানা তিন ম্যাচে ইনিংসে পরাজিত হওয়ার ফলে ত্রিপুরার ক্রিকেটাররা মানসিকভাবে কতটা ভেঙ্গে পড়েছেন তা এদিন দেখা গেলো। ঘরের মাঠে খেলার সুবিধাটুকু প্রথম দিন নিতে পারল না ত্রিপুরার তথাকথিত সেরা বোলাররা। এদিন সকালে টসে জয়লাভ করে ত্রিপুরার অধিনায়ক রাকেশ রুদ্র পাল প্রথমে সফররত দলকে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরু থেকেই ত্রিপুরার বোলারদের উপর চৌরাও হয়েছিলেন বিহারের ওপেনার আয়ুশ রবি শংকর। দলনায়ক তৌফিক এবং যশ প্রতাপ দ্রুত পেভেলিয়ানে ফেরার পর আয়ুশের সঙ্গে রুখে দাঁড়ান মোঃ আলম। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। আয়ুষ শুরু থেকেই ছিলেন মার মুখী মেজাজে। মাত্র ৩০ বল খেলে নয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন। এরপর আলমের সঙ্গে রুখে দাঁড়ান দীপেশ গুপ্তা। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। চতুর্থ উইকেটে দুজন ২৭০ বল খেলে ১৭০ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার দিকে নিয়ে যান। আলম ১৩৫ বল খেলে ১২ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৭ এবং দীপেশ ১৬২ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে নব্বই রান করেন। প্রিয়াংশু সাতাশ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে বাইশ এবং মোহিত কুমার ৪৭ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্য ২৩ রান করেন। শেষ পর্যন্ত প্রথম দিনের শেষে বিহার ৯০ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে ৩৩৪ রান করে। দলের পক্ষে সত্যম রাজ ৫৭ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রানে অপরাজিত রয়েছেন। ত্রিপুরার পক্ষে অভিক পাল ৬০ রানে তিনটি এবং আরিফ মিয়া ৭১ রানের দুটি উইকেট দখল করেন। গ্রুপের লাস্ট বয়ের বিরুদ্ধে খেলতে গিয়েও প্রথম দিনের শেষে কালো মেঘে ঢেকে গেছে ত্রিপুরার শিবির।
Tripura News: কোচ বিহার ট্রফিতে ঘরের মাঠে বিহারের বিরুদ্ধে চাপে ত্রিপুরা।

