টিএসএন,২৬ অগাষ্ট।।
রাজ্যের টেনিস খেলোয়াড়রা বহি:রাজ্যে গিয়ে আই টি এফ খেলায় অংশ গ্রহণ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। যা সত্যিই প্রশংসনীয়। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন আশা করছে এই ভাবেই রাজ্যের টেনিস খেলোয়াড়রা ত্রিপুরার নাম উজ্বল করবে। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ খবর জানিয়ে পাশাপাশি রাজ্যের খেলোয়ারদের সাফল্যের প্রত্যাশা করছে। উল্লেখ্য আইটিএফ শিলচর এমটি -১০০ টুর্নামেন্টে দিনের খেলায় ৪৫ ততোর্ধ ক্যাটাগরিতে ত্রিপুরার কৃষ্ণ কুমার দেববর্মা ৬-৩, ৬-৪ সেটে মণিপুরের করুনগাম্বা একুইজামকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। অপর খেলায় ৪০ ততোর্ধ ক্যাটেগরিতে মুকেশ দেববর্মা মণিপুরের আর আর প্রীতম সিং পুনিয়াকে ১-৬, ৬-২, ১০-৬ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। এছাড়া ৩৫ ও ততোর্ধ ক্যাটাগুড়িতে বিকি দেববর্মা ৬-৪, ৬-৩ সেটে আসামের অরুনাভ পালকে, অমিত রিয়াং ৬-১, ৪-১ সেটে পশ্চিমবঙ্গের শীর্ষেন্দু ব্যানার্জিকে এবং শুভাশিস দেববর্মা ৬-২, ৬-৩ সেটে ব্যাঙ্গালোরের সম্বিত প্রধান কে পরাজিত করে কোয়াটার ফাইনালে প্রবেশ করেছে।
Tripura Tennis: টেনিসের আইটিএফ টুর্নামেন্টে সাফল্যের মুখ ত্রিপুরার।

