টিএসএন ডেস্ক,৩১ জুলাই।।
খালি হাতে ফিরছে ত্রিপুরা। পরাজয় দিয়েই শেষ করলো আসর। আসরের তিন ম্যাচে ৬১ গোল হজম করলো রাজ্য দল। চেন্নাই অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র হকি প্রতিযোগিতায়। বৃহস্পতিবার ওই রাজ্যের মেয়র রাধাকৃষ্ণন ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ত্রিপুরা মুখোমুখি হয়েছিল মিজোরামের। তাতে ত্রিপুরা ১৫-০ গোলে পরাজিত হয়েছে। প্রথম ম্যাচে ২৭ গোল হজম করার পর দ্বিতীয় ম্যাচে ১৯ গোল হজম করেছিল ত্রিপুরা। এবার মিজোরামের বিরুদ্ধে ১৫ গোল। জানা গেছে, অ্যাস্টো টার্ফে অনুশীলন না করার খেসারত দিতে হয়েছে ত্রিপুরাকে। মাটির মাঠে অনুশীলন করে অ্যাস্টো টার্ফে খেলা সহজ নয়। তা এবার হার হারে টের পেলো ত্রিপুরা দলের খেলোয়াররা। তবে যত ম্যাচ গেছে ততই উন্নতি করার আভাস দিয়েছে ত্রিপুরার খেলোয়াররা। রাজ্য সংস্থার কর্তাদের উচিত আগামী দিনে জাতীয় আসরের দল পাঠানোর আগে অ্যাস্টো টার্ফে অনুশীলন করার সুযোগ করে দেওয়া খেলোয়ারদের। তাহলে হয়তোবা এত গোল হজম করতে হবে না ত্রিপুরাকে। ২ আগস্ট রাজ্যে ফেরার জন্য চেন্নাই থেকে ট্রেণে উঠবে ত্রিপুরার খেলোয়াড়রা।
Tripura Hockey: সাব জুনিয়র হকি: তিন ম্যাচে ৬১ গোল ত্রিপুরার জালে।
