Tripura Football: ঘটা করে কৈলাসহরে শুরু সন্তোষ স্মৃতি ফুটবল।

Screenshot 2025 07 27 11 41 38 27 680d03679600f7af0b4c700c6b270fe7 3

টিএসএন ডেস্ক, ১৭ আগস্ট।।
           ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে, ৭৯তম স্বাধীনতা দিবসের বিকেলে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্টের। বিশিষ্ট সমাজসেবী নির্ভীক সাংবাদিক এবং এক মহান ব্যক্তিত্ব প্রয়াত সন্তোষ দেবরায়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে শ্রীরামপুর ৬নং ওয়ার্ড কমিটির উদ্যোগে চন্ডিপুর বিধানসভার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কিনাইরচর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, জেলা পরিষদের সদস্য বিমল কর, প্রয়াত সন্তোষ দেবরায়ের সুযোগ্য পুত্র বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়, বিশিষ্ট  সমাজসেবী পিন্টু ঘোষ সহ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। খেলায় এখন পর্যন্ত ২৫টি দল অংশগ্রহণ করেছে। শুক্রবার উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় তাচাই এফ সি ব্রাদার্স বনাম টিলাবাজার একাদশ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ৬৫,০০০ টাকা সহ ট্রফি, রানার্স আপ দল ৫০,০০০ টাকা সহ ট্রফি, এছাড়াও থাকবে ব্যক্তিগত পুরস্কার যেমন সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার, প্রভৃতি পুরস্কার।  প্রয়াত সন্তোষ দেবরায় একজন সংগ্রামী সাংবাদিক ও সমাজসেবী হিসেবে তাঁর জীবদ্দশায় নানা সামাজিক আন্দোলনের পাশাপাশি ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন। পূর্বেও কৈলাসহর প্রেস ক্লাব তাঁর নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল বেশ কয়েকবার। তবে এবারের আয়োজন তার তুলনায় অনেক বড় পরিসরে হচ্ছে। এই টুর্নামেন্ট শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি হল একজন মানবিক ব্যক্তিত্বকে শ্রদ্ধাঞ্জলি জানানোর এক মহৎ প্রয়াস।মন্ত্রী টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া ক্ষেত্রে জাতীয় স্তরে রাজ্যের খেলোয়ারদের সাফল্যের তথ্য তুলে ধরেন। তাছাড়া, রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গোটা রাজ্যে খেলাধুলার পরিকাঠামগত উন্নয়নের সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি আরও জানান ২০২৬ সালের প্রথম দিকে কৈলাশহরে বড় মাপের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনাও চলছে। উদ্বোধনী খেলায় তাচাই এফসি ব্রাদার্স ২-০ গোলের ব্যবধানে টিলা বাজার একাদশকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে প্রবেশ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *