টিএসএন ডেস্ক,২৮ এপ্রিল।।
রাজ্য অনুর্ধ্ব- ১৩ এবং ১৭ ফুটবল আসর শুরু হবে মঙ্গলবার। ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এদিন সকাল ৭ টায় অনুর্ধ ১৩ বিভাগের দক্ষিণ জেলা খেলবে ঊনকোটি জেলার বিরুদ্ধে এবং সাড়ে আটটায় ধলাই জেলা খেলবে পশ্চিম জেলার বিরুদ্ধে। বিকেল তিনটায় অনূর্ধ্ব ১৭ বিভাগে দক্ষিণ জেলা খেলবে ঊনকোটি জেলার বিরুদ্ধে এবং ধলাই জেলা খেলবে পশ্চিম জেলার বিরুদ্ধে। আসরে অংশ নেওয়া আট জেলাকে দু-বিভাগে ভাগ করা হয়েছে। অনূর্ধ্ব ১৩ আসরে ‘এ’ গ্রুপে রয়েছে দক্ষিণ জেলা, উনকোটি জেলা, ধলাই জেলা এবং পশ্চিম জেলা। ‘বি’ গ্রুপে রয়েছে গোমতী জেলা, উত্তর জেলা, খোয়াই জেলা এবং সিপাহীজলা জেলা। একইভাবে অনূর্ধ্ব ১৭ বিভাগের ৮ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। আসরের সেমিফাইনাল ম্যাচ গুলি হবে ১ মে। ২ মে বিকেল ৩টায় ১৩ বিভাগে এবং সন্ধ্যা ৫ টায় অনূর্ধ্ব ১৭ বিভাগের ফাইনাল ম্যাচ হবে। রাজ্য আসরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় উত্তর দিয়েছে রাজ্য ফুটবল সংস্থার কর্তারা। সাজিয়ে তোলা হচ্ছে উমাকান্ত মিনি স্টেডিয়ামকে। এবারের আসর থেকে প্রতিভাবান ফুটবলারদের বাছাই করবে রাজ্য সংস্থা। যাদের নিয়ে আগামী দিনে বিশেষ প্রশিক্ষণ শিবির করার পরিকল্পনা রয়েছে।
#Tripura #football #tournament #tfa #tsn