টিএসএন ডেস্ক, ৩০ জুলাই।।
সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে রাজ্যভিত্তিক আসরে চ্যাম্পিয়নের শিরোপা পেল ত্রিপুরা স্পোর্টস স্কুল। বুধবার সকালে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচের শেষে বিকেলে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। আর তাতেই অপরাজিত থেকে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নেয় স্পোর্টস স্কুলের মেয়েরা। এদিন সকালে প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গোমতী জেলা ও খোয়াই জেলা। জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে প্রথম সেমিফাইনাল ম্যাচটি শেষ হয়। নির্ধারিত সময়ের খেলায় ২-২ গোলে ফলাফল অমীমাংসিত থাকার পর ম্যাচ গড়ায় ট্রাই ব্রেকারে। আর সেখানেই বাজিমাত দেখায় স্পোর্টস স্কুলের মেয়েরা। ট্রাই ব্রেকারে স্পোর্টস স্কুল ৩-২ ব্যবধানে পরাজিত করে খোয়াই কে। দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ধলাই জেলা ও ত্রিপুরা স্পোর্টস স্কুল। এই ম্যাচে স্পোর্টস স্কুল ৫-০ গোলের ব্যবধানে ধলাইকে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনাল খেলার ছাড়পত্র ছিনিয়ে নেয়। বিকেলে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনালে ম্যাচটি। তাতে মুখোমুখি হয় গোমতী জেলা ও ত্রিপুরা স্পোর্টস স্কুল। এই ম্যাচে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হলেও শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে গোমতী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নেয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের মেয়েরা।
Tripura Football: এস এম কাপ ফুটবলে সেরা স্পোর্টস স্কুলের মেয়েরা।
