টিএসএন ডেস্ক,,৫ জুন।।
স্বপ্ন প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র অর্জন করা। তবে এ নিয়ে এখন থেকেই ভাবতে নারাজ। আপাতত প্রথম স্বপ্ন ত্রিপুরা স্পোর্টস স্কুলের হার্ডেলস টপকানো। ৯ জুন দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মৌচাক ক্লাব। প্রতিপক্ষ ত্রিপুরা স্পোর্টস স্কুল। ওই ম্যাচের দিকেই এখন লক্ষ্য মৌচাক কর্তাদের। সকলে বিশ্বাস করেন স্পোর্টস স্কুলকে হারাতে পারলেই স্বপ্ন পূরণের ধাপে এক ধাপে এগুনো সম্ভব হবে। সেই লক্ষ্যেই চলছে জোর কদমে প্রস্তুতি। ইতিমধ্যে ভিন রাজ্যের দলীয় ফুটবলাররা যোগ দিয়ে দিয়েছেন। বাকি রয়েছেন সোয়াম হুইপার হলাম ( বৈদ্য)। অসমের ফুটবলারটি ৮ জুন যোগ দেবেন দলের সঙ্গে। এক ঝাঁক সিনিয়র ফুটবলারদের নিয়ে এ বছর দল গড়েছে মৌচাক ক্লাব। কোচ রাজু লামা থেকে শুরু করে ম্যানেজার তন্ময় ধর আসরে সাফল্য পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। তবে দলের দুশ্চিন্তা নির্ভরযোগ্য ২ ফুটবলার বিনীত কিশোর জমাতিয়া এবং খাচাং জমাতিয়া কিছুটা অফ ফর্ম। দমের অভাবে ভুগছেন ওই দুই ফুটবলার। তাই অনুশীলনে ফুটবলারদের ফিটনেস বাড়ানোর উপর জোর দিয়েছেন কোচ রাজু লামা। ২৭ মে থেকে শুরু হয় দলের অনুশীলন। দলের হয়ে গোলরক্ষা করবেন ত্রিপুরার বর্তমানের সেরা গোলরক্ষক অমিত জমাতিয়া। বুধবার সকালে প্রস্তুতি ম্যাচে জয় পেলেও আরও উন্নতি চাইছেন কোচ রাজু লামা। ম্যানেজার তন্ময় ধর স্পষ্ট ভাবেই বলেন, এবারের আসরে ঐকতান যুব সংস্থা, সরোজ সংঘ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল আমাদের মূল প্রতিপক্ষ। বিশ্বাস করি আমাদের ছেলেরা কড়া চ্যানেঞ্জ ছুঁড়ে দেবে ওই তিন দলকে এবং সাফল্য এনেও দেবেই। কোচ রাজু লামা মনে করেন, যথেষ্ট ব্যালেন্স আমার দল। ছেলেরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে আমরা সাফল্য পাবোই। এখন আমার কাজ ফুটবলারদের থেকে সেরাটা বের করে আনা। এবছর মৌচাকের জার্সি গায়ে মাঠে নামবেন জেয়ান তেয়া, অমিত জমাতিয়া, সিয়ামা, ভান লাল কিমা, বিনোদ কিশোর জমাতিয়া, শক্তি চাকমা, মঙ্গল সিং জমাতিয়া, মনি ত্রিপুরা, আর এস স্টপেজ, রজনীকান্ত ত্রিপুরা, পেমবা রাই , সুখ দয়াল জমাতিয়া, ডেভিট জমাতিয়া, খাচাং জমাতিয়া, সুবন দেববর্মা, জিতেন জমাতিয়া, সুয়াম হুইপার হালাম এবং ভান লাল কিমা। কোচ রাজু লামা এবং ম্যানেজার তন্ময় ধর।
#Tripura #Football #B- division #TSN
Tripura Football: দ্বিতীয় ডিভিশন ফুটবল: খেতাব জয়ের লক্ষ্যে ঝাঁপাবে মৌচাক।
