টিএসএন ডেস্ক,২১ এপ্রিল।।
প্রয়াত প্রতিভাবান ফুটবলার অলক জমাতিয়ার পরিবারের পাশে এবার দাঁড়ালো রাজ্য ফুটবল সংস্থা এবং টাউন ক্লাব। সোমবার এই দুটি সংস্থার পক্ষ থেকে অলকের মা-র হাতে তুলে দেওয়া হয় ৪৯ হাজার টাকা। এর আগে রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছিল। এদিন রাজ্য ফুটবল সংস্থার পক্ষে তপন সাহা, টাউন ক্লাবের পক্ষ থেকে রূপক সাহা, সুভাষ বসু, শিবাজ্যোতি চক্রবর্তী সহ বেশ কয়েকজন অমরপুরের বন্দরঘাটের অলকের বাড়িতে যান। পরে টাউন ক্লাবের সচিব রূপক সাহা বলেন, আমরা বলে এসেছি আগামীদিনেও আমরা অলকের পরিবারের পাশে থাকবো। আমি আমার টাউন ক্লাবের সমস্ত সদস্যদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আর্থিকভাবে সাহায্য করেছে। টাউন ক্লাবের পক্ষ থেকে ৩৩ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়া রাজ্য ফুটবল সংস্থার পক্ষ ১০ হাজার টাকা এবং অফিস বেয়ারারের পক্ষ থেকে ৬ হাজার টাকা দেওয়া হয়। প্রসঙ্গত: পয়লা এপ্রিল মারা যায় ২৫ বছর বয়সী গোলরক্ষক অলক। জ্বরে আক্রান্ত হয়ে।
#tripura #football #tfa #tsn
Tripura Football: সন্তোষ ট্রফির প্রয়াত ফুটবলার অলকের পরিবারের পাশের টিএফএ ও টাউন ক্লাব।
