টিএসএন ডেস্ক,৮ সেপ্টেম্বর।।
খালি হাতে ফিরছে ত্রিপুরা। অসমের ডিপো থেকে। ওই রাজ্যে অনুষ্ঠিত হয়েছিলো রাজমাতা জিজাবাই সিনিয়র মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ার পর সোমবার শক্তিশালী মিজোরামের মুখোমুখি হয়েছিলো ত্রিপুরা। তাতে গোলরক্ষক মলিনা রিয়াং এর ভুলে হারতে হয়েছে ত্রিপুরাকে। ওই রাজ্যের কাছা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী মিজোরামকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ত্রিপুরার মেয়েরা। তবে গোলরক্ষক মলিনা যদি ভুল না করতেন তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। ত্রিপুরার হয়ে মৌসুমী ওরাং এবং শ্রীয়া দেব যদি প্রাপ্ত সুযোগ গুলো কাজে লাগাতে পারতেন তাহলেও ম্যাচ অন্যরকম হতে পারতো। হয়তোবা এক পয়েন্ট নিয়ে রাজ্যে ফিরতে পারতেন ত্রিপুরার ফুটবলাররা। ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ২-০ গোলে। খেলা শেষে হতাশ ত্রিপুরা দলের কোচ ইন্দ্রজিৎ সূত্রধর টেলিফোনে বলেন, দুর্দান্ত খেলেছিলো মেয়েরা। গোলরক্ষক যদি ভুল না করতো তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো। দুর্ভাগ্য আমাদের। আসরের তিনটি ম্যাচে পরাজিত হলেও মেয়েরা কিন্তু খুব একটা খারাপ খেলেনি। মঙ্গলবার রাজ্যে ফিরছেন ত্রিপুরার ফুটবলাররা।
Tripura Football: রাজমাতা জিজাবাই আসর থেকে শূন্য হাতে ফিরলো ত্রিপুরা।

