টিএসএন ডেস্ক,৬ আগস্ট।।
জয়ের ধারা অব্যাহত রেখে দুর্বার গতিতে এগিয়ে চলছে কল্যাণ সমিতি। বুধবার তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে কল্যাণ সমিতি পরাজিত করে লাল বাহাদুর ব্যায়ামাগারকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কং চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই দিন সন্ধ্যায় দু দলের ফুটবলাররাই উপভোগ্য ম্যাচ উপহার দেয় ফুটবলপ্রেমীদের। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছিলেন লাল হলুদ দলের ফুটবলাররা। শুরুতে গোলও পেয়ে গিয়েছিলেন। তা ধরে রাখতে পারেননি কবির লামা-রা। শেষ পর্যন্ত চার দুই গোলে পরাজিত হতে হয়েছে লালবাহাদুর ব্যায়ামাগারকে। এদিন পরাজিত হওয়ায় অনেকটাই পিছিয়ে গেলো বনমালীপুরের ওই ক্লাবটি। অপর দিকে চার ম্যাচ খেলে তিনটিতে জয় এবং একটি ম্যাচে পয়েন্ট ভাগ করে শহর দক্ষিণের ক্লাব কল্যাণ সমিতি সুপার সিক্স কার্যত নিশ্চিত করে নিল। অসর যতই এগিয়ে চলছে ততই যেনও খোলস ছেড়ে বেরিয়ে আসছেন আবু তাহেরের ছেলেরা। এদিন ম্যাচ শুর ুর ১০ মিনিটের মাথায় ডিংকো শর্মার গোলে এগিয়ে গিয়েছিল লাল বাহাদুর ব্যায়ামাগার। কিন্তু ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১৭ মিনিটে সমতা ফেরান সুরজ সিং কল্যাণ সমিতির হয়ে। গোল পাওয়ার পর থেকেই দ্বিগুণ উৎসাহে আক্রমণের গতি আরও বাড়ান আবু তাহেরের ছেলেরা। ২১ মিনিটে সোরাইসাম ধারা চন্দ্র সিং গোল করে এগিয়ে দেন কল্যাণ সমিতিকে। গোল হজম করার ৬ মিনিটের মাথায় কোবির লামা দুরন্ত গোল করে লাল বাহাদুরের হয়ে সমতা ফেরান। এরপর আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে। ৫৩ মিনিটে মৈরাংথেম অমরজিত সিং গোল করে আবার এগিয়ে দেন কল্যাণ সমিতিকে। ৬০ মিনিটে কল্যাণ সমিতির তৃতীয় জয় নিশ্চিত করে দেন কনসাম রোহিত সিং। এরপর আর ম্যাচে ফিরতে পারিনি লাল বাহাদুর ব্যায়ামাগার। ম্যাচের ৭১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লাল বাহাদুরের জনি জমাতিয়া। ম্যাচটি পরিচালনা করেন বিশ্বজিৎ দাস।
Tripura Football: আবারও অঘটন। লাল বাহাদুরকে হারিয়ে দেয় কল্যাণ সমিতি।
