টিএসএন ডেস্ক,৩ আগস্ট।।
দুদলই শেষ ম্যাচে পরাজিত হয়েছিলো। ব্লাড মাউথ একটি ম্যাচে জয় পেলেও লাল বাহাদুর ব্যায়ামাগার এখনও জয়ের মুখ দেখেনি। ফলে জয়ে ফেরার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামতে চলেছে দু দল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সন্ধ্যে ৬ টায় শুরু হবে ম্যাচটি। শক্তির বিচারে আজ এগিয়ে থেকেই মাঠে নামবে কমলা – কালো দল ব্লাড মাউথ ক্লাব। তবে লাল – হলুদ দলের ফুটবলাররা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। ফলে লড়াই হবে জমজমাট। দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দুই শিবিরই আজ জয় পাওয়া নিয়ে আশাবাদী। আজ লাল বাহাদুর ব্যায়ামাগার পয়েন্ট হারালে পিছিয়ে পড়বে অনেকটাই। যেখান থেকে আসরের লড়াইয়ে ফেরা কার্যত কঠিন হয়ে যাবে। ফলে সমরজিৎ দেব্বর্মার দলের কাছে ম্যাচটি ‘ ডু অর ডাই ‘ ম্যাচ। অপরদিকে গেলো ম্যাচের ব্যর্থতা ভুলে আজ জয় পেতে মরিয়া কর্ণেন্দু দেববর্মা ছেলেরা। কোচ থেকে কর্মকর্তা সকলেই আজ জয় পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। লাল বাহাদুর কোচ সমরজিৎ স্পষ্ট ভাবেই বলেন , দেয়ালে পিঠ ঠেকে গেছে। জয় ছাড়া আমাদের সামনে বিকল্প কোনও পথ নেই। তা ভালো করেই জানে দলীয় ফুটবলাররা। সকলেই ব্লাড মাউথ জয় করা নিয়ে নিশ্চিন্ত। তবে প্রতিপক্ষ দল যথেষ্ট শক্তিশালী। আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে। অপরদিকে ব্লাড মাউথ শিবির শেষ ম্যাচে কল্যাণ সমিতির বিরুদ্ধে পরাজিত হওয়ার পর ফুটবলারদের অনেকটা সমালোচনার মধ্যে পড়তে হয়েছিলো। ওই সব সমালোচনার জবাব আজ মাঠে দিতে প্রস্তুত ব্লাড মাউথ ক্লাবের ফুটবলাররা। গেলও ম্যাচের ব্যর্থতা ভুলে আজ জয়ের স্রোতে ফিরতে মরিয়া দলীয় ফুটবলাররা।
Tripura Football: চন্দ্র মেমোরিয়াল ফুটবলে আজ ব্লাড মাউথের সামনে লাল বাহাদুর।
