টিএসএন ডেস্ক,৪ সেপ্টেম্বর।।
মরশুমের প্রথম সাক্ষাৎকারে দু- দলের ম্যাচটি শেষ হয়েছিল অমিমাংসিতভাবে। এবার লক্ষ্য এগিয়ে যাওয়া। সেই লক্ষ্যে আজ মুখোমুখি হতে চলেছে আসরে দুই শক্তিশালী দল এগিয়ে চলো সংঘ এবং কল্যাণ সমিতি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘শ্যামসুন্দর কোং জুয়েলার্স ‘ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের সুপার লিগে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। দু- দলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। খেতাব জয় করতে মরিয়া কল্যাণ সমিতি দলের শক্তি কিছুটা বাড়িয়েছে। আনা হয়েছে গোয়া থেকে আক্রমণ ভাগের ফুটবলার রোনাল্ডো অগাস্টো এন্টনি আলভেরাকে। শুক্রবার বিকেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওই ফুটবলারটি। কোচ আবু তাহের থেকে শুরু করে দলীয় কর্মকর্তারা আজ জয় পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। এদিন সকালে অনুশীলনে কল্যাণ সমিতির কোচ তাঁর অস্ত্রদের শেষবার শান দিয়ে নেন। আবুর কথাবার্তায় আত্মবিশ্বাসের ছাপ। ঠোঁটের কোণে খিলে যাওয়া হাসিতে বোঝা যাচ্ছে তিনি যেন জয় দেখতে পাচ্ছেন। তবে একশ শতাংশ সতর্কতায় মোড়া আবু তাহের। স্পষ্টভাবেই বলেন, বিপক্ষ দলে এমন কয়েকজন ফুটবলার রয়েছে যারা যেকোনও সময় ম্যাচের চাকা পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তাই আমাদের সতর্ক হয়ে মাঠে নামতে হবে। রবিন সিংয়ের সঙ্গে আক্রমণভাগে ব্যবহার করা হবে নবাগত ফুটবলার রোনাল্ডোকে। এদিকে এদিন বিকেলে শেষ প্রস্তুতি সেরে নেন এগিয়ে চলো সংঘের ফুটবলাররা। শেষ তিনবারের লিগ জয়ী দল মেলারমাঠের এগিয়ে চলো সংঘ এবারও খেতাব জয় করতে মরিয়া। অনুশীলন শেষে এগিয়ে চলো সংঘের কোচ সুজিৎ হালদার বলেন, সুপার লিগে পয়েন্ট হারালেই পিছিয়ে যেতে হবে। তা বোঝানুর চেষ্টা হয়েছে করা হয়েছে দলীয় ফুটবলারদের। ফুটবলাররা প্রতিজ্ঞাবদ্ধ পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে। গ্রুপ লীগে ছেলেরা যে খেলা খেলেছে তার থেকে আমাদের অনেক ভালো খেলতে হবে জয় পেতে হলে। তবে আমরা যথেষ্ট আশাবাদী জয় পাওয়া নিয়ে। ওই ম্যাচের জন্য ফুটবলপ্রেমীদের টিকিট ধাহ্য করা হয়েছে ৩০ টাকা করে। ফুটবলপ্রেমীরাও আজ ভালো খেলা দেখা নিয়ে যথেষ্ট আশাবাদী।
Tripura Football: শুক্রবার সুপার লিগের বড় মহারণ। এগিয়ে চলোর সামনে কল্যাণ সমিতি।
