Tripura Football: আবারওফিরতে চলছে রাজ্য ফুটবলের স্বর্ণালী যুগ: সুশান্ত

IMG 20250712 WA0000

ডেস্ক রিপোর্টার,১১ জুলাই।।
     উদ্বোধন হলো  টি এফ এ পরিচালিত রাখাল শীল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার । শুক্রবার সন্ধ্যায় ফ্লাড লাইটে উদ্বোধন হয় আসরের। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি দুদলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়েছেন। উপস্থিত ছিলেন আসরের উদ্বোধক প্রাক্তন ফুটবলার দীপঙ্কর দেব, রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার,সচিব অমিত চৌধুরী সহ অন্যান্য কর্তারা। বলে লাথি মেরে আসরের উদ্বোধন করেন দীপঙ্কর। পরে পর্যটন মন্ত্রী বলেন, ত্রিপুরার ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। ক্রীড়া প্রেমীদের মধ্যেও উৎসাহ বেড়েছে। এখন ফুটবলের স্বর্ণালী যুগ আবার ফিরতে চলেছে। বর্তমান রাজ্য সরকার ত্রিপুরার ক্রীড়া পরিকাঠামো উন্নতির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। এতে উপকৃত হচ্ছে খেলোয়াড়রা। আগামী দিনে আরও উন্নতি হবে।

img 20250711 wa01938608345449409656148

আশা করি এবারের শিল্ড খুব জমজমাট হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল লালবাহাদুর ব্যায়ামাগার এবং বীরেন্দ্র ক্লাব। প্রসঙ্গত :এ বছর আসরে অংশ নিয়েছে দশটি দল: এগিয়ে চলো সংঘ, ফরওয়ার্ড ক্লাব, লালবাহাদুর ব্যায়ামাগার, রামকৃষ্ণ ক্লাব, নাইন বুলেটস ক্লাব, কল্যাণ সমিতি, টাউন ক্লাব, ব্লাড মাউথ ক্লাব, জুয়েলস অ্যাসোসিয়েশন এবং বীরেন্দ্র ক্লাব। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৬০  এবং  ৪০ হাজার টাকা।‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *