টিএসএন ডেস্ক ,২৩ জুলাই।।সুদীর্ঘ ৬ বছর পর। রাখাল শিল্ড নক আউট ট্রফি ঘরে তুললো ফরোয়ার্ড ক্লাব। মঙ্গলবার আসরের মেগা ফাইনাল ম্যাচে ফরোয়ার্ড ক্লাব ২-০ গোলে পরাজিত করে কমলা কালো দল ব্লাড মাউথ ক্লাব কে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন সন্ধ্যায় ফ্লাড লাইটের অনুষ্ঠিত হয় ম্যাচটি। পরাজিত হলেও ব্লাড মাউথ ক্লাবের ফুটবলাররা দুরন্ত লড়াই ছুঁড়ে দিয়েছিলেন। কিন্তু ফরোয়ার্ড ক্লাবের রক্ষণভাগে চিড় ধরাতে ব্যর্থ হয়েছেন। এখানেই পিছিয়ে পড়ে কর্ণেন্দু দেববর্মার ছেলেরা। কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে এদিন ম্যাচের শুরু থেকে দুই দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন। ম্যাচ শুরুর ১৭ মিনিটের মাথায় সেনথামিলস দুরন্ত গোল করে এগিয়ে দেন ফরোয়ার্ড ক্লাবকে। ম্যাচে ফেরার জন্য ব্লাড মাউথ ক্লাবের ফুটবলারর আমাগো তো আক্রমণ করার চেষ্টা করলেও বিপক্ষের রক্ষণভাগে গিয়ে তেমন দানা বাঁধতে পারেননি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেন ব্লাড মাউথ ক্লাবের ফুটবলাররা। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে ম্যাচ। দুজনের ফুটবোনা রায় গোল পায় একই খেলার চেষ্টা করতে থাকেন। তবে উইং গুলিকে তেমনভাবে ব্যবহার করতে লক্ষ্য করা যায়নি। ৫৬ মিনিটে সিয়াম পুঁইয় দুরন্ত গোল করে ফরোয়ার্ড ক্লাবের জয় নিশ্চিত করে দেন। দুগোল হজম করার পরও ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন কর্নেন্দু দেববর্মার ছেলেটা। মেসির শেষ মিনিট পর্যন্ত ছিল উত্তেজনা। কিন্তু ব্লাড মাউথের যাবতীয় আক্রমণ বিপক্ষের বক্সে গিয়ে আটকে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলে জয়লাভ করে রাখাল শিল্ড নক আউট ফুটবল ট্রফি ঘরে তুলল রোজের ফরোয়ার্ড ক্লাব। ২০১৯ সালে শেষ বার শিল্ড ট্রফি জয় করেছিল ফরোয়ার্ড ক্লাব। খেলা পরিচালনা করেন ধনেশ শাহ। খেলার শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে প্রাইজমানি বাবদ ৬০ এবং ৪০ হাজার টাকা দেওয়া হয়।