Tripura Football:  ইস্ট বেঙ্গল – মোহনবাগানের প্রাক্তনরা আগরতলায় খেলবেন প্রদর্শনী ম্যাচ।

Screenshot 2025 07 26 20 12 16 72 680d03679600f7af0b4c700c6b270fe7

টিএসএন ডেস্ক, ২৬ জুলাই।।
         ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ত্রিপুরা। তৈরি হতে চলেছে রাজ্য ফুটবলের নতুন ইতিহাস। রাজ্য ফুটবল সংস্থার সৌজন্যতায়। এ বারই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে লিজেন্ডারি প্রদর্শনী ফুটবল ম্যাচ। খেলবে দেশের খ্যাতনামা ইস্টবেঙ্গল ক্লাব বনাম মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা। যারা অতীতে ময়দান কাপিয়েছে নিজেদের দলের হয়ে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং কলকাতার স্রাচি স্পোর্টস গ্রুপের যৌথ উদ্যোগে আগামী ১৭ ই আগস্ট রবিবার উমাকান্ত ময়দানে অনুষ্ঠিত হবে এই লিজেন্ডারি  ম্যাচটি।এই বিষয়কে সামনে রেখে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করলো রাজ্য ফুটবল সংস্থা আগরতলা প্রেস ক্লাবে। সঙ্গে ছিলেন স্রাচি গ্রুপের প্রতিনিধিরা। এই ম্যাচকে ঘিরে যাবতীয় সব প্রস্তুতি তুলে ধরলেন টিএফএ’র পেট্রন রতন সাহা। সঙ্গে ছিলেন সংস্থার সভাপতি প্রণব সরকার সহ সচিব অমিত চৌধুরী। ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা সহ রাজ্য ফুটবল সংস্থার অন্যান্য কর্মকর্তারা। সাচি গ্রুপের পক্ষ থেকে প্রাক্তন ফুটবলার অ্যালবার্টো ডিকোন এবং রহিম নবী উপস্থিত ছিলেন। এ খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। দেশের জার্সি গায়ে দিয়ে খেলা বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলারের পায়ের জাদু দেখার সুযোগ পাবে রাজ্যের ফুটবলপ্রেমীরা। এর জন্য অবশ্য সাধুবাদ জানাতে হয় রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের। রাজ্য ফুটবল সংস্থার দায়িত্ব নেওয়ার পর থেকেই ত্রিপুরার ফুটবলকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে ওই কাজই করে চলছিলেন। এরই সুফল পাওয়া গেল। সভাপতি সহ রাজ্য ফুটবল সংস্থার কর্তারা বিশ্বাস করেন আগামী দিনে ত্রিপুরার ফুটবলে উন্নতির জন্য আরও কাজ করে করবেন। এদিকে শনিবার কলকাতায় ডার্বি ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহন বাগান। ওই ম্যাচটি রূপসী সিনেমা হলে সরাসরি দেখানো হবে। এ খবর জানান রতন সাহা।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *