টিএসএম ডেস্ক, ২৭ জুলাই।।
দুরন্ত জয়।ব্লাড মাউথ ক্লাবের। নূন্যতম গোলে পরাজিত করলো রামকৃষ্ণ ক্লাবকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলে। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত হয় ম্যাচটি। গেল বারের শিল্ড রানার্স রামকৃষ্ণ ক্লাব শিল্ড সহ লিগে নিয়ে দুটি ম্যাচ খেললেও এখনো জয়ের মুখ দেখতে পারেনি। তবে শিল্ডের তুলনায় এদিন কৌশিক রায়ের ছেলেরা একটা ভালো খেলার চেষ্টা করেছে। দলের মধ্যে বোঝাপড়াও অনেকটা বেড়েছে। অপর দিকে শিল্ডে পরাজয়ের দুঃখ এখনও যেন ঠিকভাবে ভুলতে পারেননি ব্লাড মাউথ ক্লাবের ফুটবলাররা। কিছুটা জরতা ভাব এই দিন ও লক্ষ্য করা গেছে। ম্যাচ শুরুর ৩১ মিনিটের মাথায় পিটার সিং দুরন্ত গোল করে এগিয়ে দেন ব্লাড মাউথকে। ব্যবধান বাড়ানোর মতো আরও দু একটা সুযোগ পেয়েছিলেন কমলা কালো দলের ফুটবলাররা। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেননি। অপরদিকে লিগে ভালো ফলাফল করতে হলে রামকৃষ্ণ ক্লাবকে আক্রমণভাগের ফুটবলারদের উপর জোর দিতে হবে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা। এদিন রেফারী সত্যজিৎ দেবব্রায় লাল কার্ড দেখান রামকৃষ্ণ ক্লাবের শক্তি ত্রিপুরাকে। ফলে শেষ ৯ মিনিট ১০ জনে খেলতে হয়েছে রামকৃষ্ণ ক্লাবকে।
Tripura Football: রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে লিগের যাত্রা শুরু ব্লাড মাউথের।
